এখানে আপনাদের জন্য “ছুটে চল চল ছুটে সম্মুখে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ছুটে চল চল ছুটে সম্মুখে - ইসলামী সঙ্গীত লিরিক্স
ছুটে চল চল ছুটে সম্মুখে,
করতে কি পারে বলো বন্দুকে?
খালিদের মত আজ হাঁক বীর
নারায়ে তাকবীর।
ভুলে যাবে পিছু টান ভুলে যাবে ভয় ডর,
হাক জোরে আরো জোরে আল্লাহু আকবার।
পথ ভুলা পথিকে ঠিক পথে ডাক বীর
আর শুধু খালিদের মত আজ হাঁক বীর
নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর আল্লাহু আকবার।
এই হাতে কাঁপে মাটি সমুদ্র থর থর।
সমশের হাতে নিয়ে ছুটবার দিন আজ
শাহাদাতে শোধ হবে জন্মের ঋণ আজ ।
রক্তেই পৃথিবীর পাপ ধুয়ে যাক বীর
খালিদের মত আজ প্রাণ পনে হাঁক বীর
নারায়ে তাকবীর।
কথাঃ সায়ীদ আবু বকর
সুরঃ প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
অ্যালবামঃ হৃদয়ের স্বরলিপি
করতে কি পারে বলো বন্দুকে?
খালিদের মত আজ হাঁক বীর
নারায়ে তাকবীর।
ভুলে যাবে পিছু টান ভুলে যাবে ভয় ডর,
হাক জোরে আরো জোরে আল্লাহু আকবার।
পথ ভুলা পথিকে ঠিক পথে ডাক বীর
আর শুধু খালিদের মত আজ হাঁক বীর
নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর আল্লাহু আকবার।
এই হাতে কাঁপে মাটি সমুদ্র থর থর।
সমশের হাতে নিয়ে ছুটবার দিন আজ
শাহাদাতে শোধ হবে জন্মের ঋণ আজ ।
রক্তেই পৃথিবীর পাপ ধুয়ে যাক বীর
খালিদের মত আজ প্রাণ পনে হাঁক বীর
নারায়ে তাকবীর।
কথাঃ সায়ীদ আবু বকর
সুরঃ প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
অ্যালবামঃ হৃদয়ের স্বরলিপি
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স