এখানে আপনাদের জন্য “বেরিয়েছে যে কাফেলা” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
বেরিয়েছে যে কাফেলা - ইসলামী সঙ্গীত লিরিক্স
বেরিয়েছে যে কাফেলা
ফিরবেনা সে কোন দিন
হয় তো বিজয় হবে
নয়তো তার ফিরবে কফিন।
রাতের ঐ নিরবতা ভেঙ্গে
নিয়ে শাহাদাতের তামান্না,
কন্টকময় পথ পাড়ি দেবে
ঝরাবেনা হৃদয়ের কান্না।।
শত বাধা ভয় মাড়িয়ে দিয়ে
বিজয়ের আনবে সুদিন(ঐ)
দুর্গম গিড়ি পথ পেরিয়ে যাবে
জ্বালিয়ে দিয়ে ঈমানের নূর,
কন্ঠে তার ঝরবে দিবা নিশি
সুমধুর আল কোরানের সুর।।
ব্যাস্ত সে থাকবে সারাটি ক্ষন
বিজয়ী করতে মিশন(ঐ)
ফিরবেনা সে কোন দিন
হয় তো বিজয় হবে
নয়তো তার ফিরবে কফিন।
রাতের ঐ নিরবতা ভেঙ্গে
নিয়ে শাহাদাতের তামান্না,
কন্টকময় পথ পাড়ি দেবে
ঝরাবেনা হৃদয়ের কান্না।।
শত বাধা ভয় মাড়িয়ে দিয়ে
বিজয়ের আনবে সুদিন(ঐ)
দুর্গম গিড়ি পথ পেরিয়ে যাবে
জ্বালিয়ে দিয়ে ঈমানের নূর,
কন্ঠে তার ঝরবে দিবা নিশি
সুমধুর আল কোরানের সুর।।
ব্যাস্ত সে থাকবে সারাটি ক্ষন
বিজয়ী করতে মিশন(ঐ)
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স