এখানে আপনাদের জন্য “আমি আর নেই এই মিছিলে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
আমি আর নেই এই মিছিলে - ইসলামী সঙ্গীত লিরিক্স
আমি আর নেই এই মিছিলে
ভাবতেই বন্ধু বুক ভেঙ্গে যায়
বুক ভেঙ্গে যায়, প্রাণ ভেঙ্গে যায়
জীবনের সকল - সুখ ভেঙ্গে যায়
ঈমানের এ মিছিলে আসবো আবার
জেহাদের এ জোয়ারে ভাসবো আবার
এখানে যে প্রীতি ছিল
সোনা সোনা স্মৃতি ছিল
এখানে যে প্রীতি ছিল
সোনা সোনা স্মৃতি ছিল
আমার যে শেষ স্মৃতি টুক ভেঙ্গে যায়
বুক ভেঙ্গে যায়, প্রাণ ভেঙ্গে যায়
জীবনের সকল - সুখ ভেঙ্গে যায়
মনে রেখো এ মিছিলে আমিও ছিলাম
ছিলাম যে তোমাদেরই, কাছে কাছে
তাঁর কথা ভুলে গেছো, আজ সকলে
তোমাদের কথা তবু, মনে আছে
একা একা পড়ে রবো ধুধু আঁধারে
আর কেউ খুজবেনা কভু আমারে
এখানে যে প্রীতি ছিল
সুখ ছিল স্মৃতি ছিল
এখানে যে প্রীতি ছিল
সুখ ছিল স্মৃতি ছিল
আমার যে সেই স্মৃতি, টুক ভেঙ্গে যায়
বুক ভেঙ্গে যায়, প্রাণ ভেঙ্গে যায়
জীবনের সকল - সুখ ভেঙ্গে যায়
আমি আর নেই এই মিছিলে
ভাবতেই বন্ধু বুক ভেঙ্গে যায়
বুক ভেঙ্গে যায়, প্রাণ ভেঙ্গে যায়
জীবনের সকল - সুখ ভেঙ্গে যায়
আমার যে সেই স্মৃতি, টুক ভেঙ্গে যায়
জীবনের সকল – সুখ ভেঙ্গে যায়
ভাবতেই বন্ধু বুক ভেঙ্গে যায়
বুক ভেঙ্গে যায়, প্রাণ ভেঙ্গে যায়
জীবনের সকল - সুখ ভেঙ্গে যায়
ঈমানের এ মিছিলে আসবো আবার
জেহাদের এ জোয়ারে ভাসবো আবার
এখানে যে প্রীতি ছিল
সোনা সোনা স্মৃতি ছিল
এখানে যে প্রীতি ছিল
সোনা সোনা স্মৃতি ছিল
আমার যে শেষ স্মৃতি টুক ভেঙ্গে যায়
বুক ভেঙ্গে যায়, প্রাণ ভেঙ্গে যায়
জীবনের সকল - সুখ ভেঙ্গে যায়
মনে রেখো এ মিছিলে আমিও ছিলাম
ছিলাম যে তোমাদেরই, কাছে কাছে
তাঁর কথা ভুলে গেছো, আজ সকলে
তোমাদের কথা তবু, মনে আছে
একা একা পড়ে রবো ধুধু আঁধারে
আর কেউ খুজবেনা কভু আমারে
এখানে যে প্রীতি ছিল
সুখ ছিল স্মৃতি ছিল
এখানে যে প্রীতি ছিল
সুখ ছিল স্মৃতি ছিল
আমার যে সেই স্মৃতি, টুক ভেঙ্গে যায়
বুক ভেঙ্গে যায়, প্রাণ ভেঙ্গে যায়
জীবনের সকল - সুখ ভেঙ্গে যায়
আমি আর নেই এই মিছিলে
ভাবতেই বন্ধু বুক ভেঙ্গে যায়
বুক ভেঙ্গে যায়, প্রাণ ভেঙ্গে যায়
জীবনের সকল - সুখ ভেঙ্গে যায়
আমার যে সেই স্মৃতি, টুক ভেঙ্গে যায়
জীবনের সকল – সুখ ভেঙ্গে যায়
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স