জীবন্ত জীবাশ্ম কি?- রসায়ন [Update]

জীবন্ত জীবাশ্ম কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা জীবন্ত জীবাশ্ম কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

জীবন্ত জীবাশ্ম কি?

জীবন্ত জীবাশ্ম কি?

কতগুলো জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করে কোন রকম পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে বেঁচে আছে। অথচ তাদের সমগোত্রীয় এবং সমসাময়িক জীবের বিলুপ্তি ঘটেছে। এসব জীবদের জীবন্ত জীবাশ্ম বলে।

যেমন : রাজকাঁকড়া, প্লাটিপ্লাস, স্ফোনোডন ইত্যাদি প্রাণী এবং ইকুইজিটাম,  গিঙ্কোবাইলোবা, নিটাম উদ্ভিদগুলো জীবন্ত জীবাশ্মের উদাহরণ।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে জীবন্ত জীবাশ্ম কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন