রংধনুর পরীক্ষা কি?- রসায়ন [Update]

রংধনুর পরীক্ষা কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা রংধনুর পরীক্ষা কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

রংধনুর পরীক্ষা কি?- রসায়ন

রংধনুর পরীক্ষা কি?

রংধনুর পরীক্ষা হচ্ছে এসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়া। একটি টেস্টটিউবে কিছু পানি নিয়ে তাতে এক টুকরো কাপড় কাচার সোডা যোগ করা হয়। 

এরপর হাইড্রোক্লোরিক এসিড দ্বারা টেস্টটিউবকে প্রায় পূর্ণ করা হয়। অতঃপর টেস্টটিউবে কয়েক ফোঁটা ইউনিভার্সাল ইন্ডিকেটর যোগ করে দুইদিন রেখে দেওয়া হয়। পরে বর্ণের যে পরিবর্তন হয় তা ইউনিভার্সাল ইন্ডিকেটর কালার চার্টের সাথে মিলিয়ে টেস্টটিউবের বিভিন্ন অংশের অম্লত্ব ও ক্ষারত্ব প্রকাশ করাকে রংধনুর পরীক্ষা বলে।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে রংধনুর পরীক্ষা কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন