আবেগ শব্দ কাকে বলে? | বানান বলতে কি বুঝায়?- বিস্তারিত

আবেগ শব্দ কাকে বলে? বানান বলতে কি বুঝায়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা আবেগ শব্দ কাকে বলে? বানান বলতে কি বুঝায়? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

আবেগ শব্দ কাকে বলে? বানান বলতে কি বুঝায়?

আবেগ শব্দ কাকে বলে? 

যে শব্দ বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে সহায়তা করে তাকে আবেগ শব্দ বলে। যেমন– আরে, তুমি আবার কখন এলে! উঃ, ছেলেটির কী কষ্ট!

বানান বলতে কি বুঝায়?

বানান বলতে বুঝায়, বর্ণনা করা বা বণন। অর্থাৎ বানান হলো বুঝিয়ে বলা। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে ৫০টি বর্ণ আছে। বাংলা বর্ণমালায় বেশকিছু ধ্বনি আছে, যাদের উচ্চারণের আকার এক ও অভিন্ন। বানান লেখার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন : ই, ঈ, উ, ঊ, শ, ষ, স, ণ, ন প্রভৃতি ধ্বনির গঠনগত পার্থক্য থাকলেও উচ্চারণের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। প্রায়শই বানান লেখার ক্ষেত্রে ভুল হয়।


আশা করি আবেগ শব্দ কাকে বলে? বানান বলতে কি বুঝায়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন