নার্সারি কি? - বিস্তারিত | নার্সারি কত প্রকার ও কি কি?

নার্সারি কি? নার্সারি কত প্রকার ও কি কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা নার্সারি কি? নার্সারি কত প্রকার ও কি কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

নার্সারি কি? নার্সারি কত প্রকার ও কি কি?

নার্সারি কি? 

নার্সারি হলো চারা উৎপাদনের কেন্দ্র যেখানে চারা উৎপাদন করে রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয়।

নার্সারি কত প্রকার ও কি কি?

স্থায়িত্বের ভিত্তিতে নার্সারি দু'প্রকার। যথাঃ-

১। স্থায়ী নার্সারি : এ ধরনের নার্সারিতে সারা বছর চারা উত্তোলন করা হয়। এখান থেকে উন্নতমানের চারা পাওয়া যায়।

২। অস্থায়ী নার্সারি : সড়ক ও জনপথ বিভাগে নতুন রাস্তা নির্মাণের পর রাস্তার দু'পাশে গাছ লাগায়। এ জন্য অস্থায়ী নার্সারি স্থাপন করে। এখানে সতেজ চারা পাওয়া যায়।

আবার, মাধ্যমের ভিত্তিতে নার্সারি ২ প্রকার। যথাঃ-

১। পলিব্যাগ নার্সারি : এ ক্ষেত্রে পলিব্যাগে চারা তৈরি করা হয়। এতে চারাকে সহজেই প্রাকৃতিক দুর্যোগ হতে বাঁচানো যায়।
২। বেড নার্সারি : এক্ষেত্রে সরাসরি মাটিতে বেড় করে চারা উত্তোলন করা হয়। অনেক সময় বেডে চারা তৈরি করে তা পলিব্যাগে স্থানান্তর করা হয়।

আশা করি নার্সারি কি? নার্সারি কত প্রকার ও কি কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন