প্রাণিবৈচিত্র্য কাকে বলে? | বিভিন্ন প্রকার সিলোমেট এর নাম উদাহরণসহ লেখো- বিস্তারিত

প্রাণিবৈচিত্র্য কাকে বলে? বিভিন্ন প্রকার সিলোমেট এর নাম উদাহরণসহ লেখো:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা প্রাণিবৈচিত্র্য কাকে বলে? বিভিন্ন প্রকার সিলোমেট এর নাম উদাহরণসহ লেখো বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

প্রাণিবৈচিত্র্য কাকে বলে? বিভিন্ন প্রকার সিলোমেট এর নাম উদাহরণসহ লেখো

প্রাণিবৈচিত্র্য কাকে বলে? 

পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীদের মধ্যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত যে ভিন্নতা দেখা যায়, তাকেই প্রাণিবৈচিত্র্য বলে।

বিভিন্ন প্রকার সিলোমেট এর নাম উদাহরণসহ লেখো

সিলোমের উপস্থিতি, অনুপস্থিতি ও প্রকৃতির উপর ভিত্তি করে প্রাণীদের তিন ভাগে ভাগ করা হয়। যথা:
i. সিলোমবিহীন প্রাণী : এ ধরনের প্রাণীদের দেহে কোনো সিলোম থাকে না। যেমন: Fasciola hepetica.

ii. অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী : এসব প্রাণীর দেহগহ্বর পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে না বরং দেহগহ্বরের চারপাশ পেশিস্তর দ্বারা ঘেরা থাকে। যেমন: Ascaris lumbricoides.

iii. প্রকৃত সিলোমযুক্ত প্রাণী : এসব প্রাণীর দেহ প্রকৃত দেহগহ্বর অর্থাৎ ভ্ৰণীয় মেসোডার্ম উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। যেমন: Homo sapiens.


আশা করি প্রাণিবৈচিত্র্য কাকে বলে? বিভিন্ন প্রকার সিলোমেট এর নাম উদাহরণসহ লেখোএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন