করোটিক স্নায়ু কাকে বলে? | করোটিক স্নায়ু কয়টি?

করোটিক স্নায়ু কাকে বলে? করোটিক স্নায়ু কয়টি?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “করোটিক স্নায়ু কাকে বলে? করোটিক স্নায়ু কয়টি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

বিজারণ বিভব কাকে বলে?

করোটিক স্নায়ু কাকে বলে? করোটিক স্নায়ু কয়টি?

যেসব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ হতে উৎপত্তি লাভ করে করোটিকার ছিদ্রপথে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে গমন করে তাদেরকে করোটিক স্নায়ু বলে। মানুষের বারো জোড়া করোটিক স্নায়ু রয়েছে। এগুলো হলো: অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফ্যাসিয়াল, অডিটরি, গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাকসেসরি ও হাইপোগ্লোসাল।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে করোটিক স্নায়ু কাকে বলে? করোটিক স্নায়ু কয়টি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন