ট্রাইজেমিনালকে মিশ্র স্নায়ু বলা হয় কেন? [2023]

ট্রাইজেমিনালকে মিশ্র স্নায়ু বলা হয় কেন?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ট্রাইজেমিনালকে মিশ্র স্নায়ু বলা হয় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ট্রাইজেমিনালকে মিশ্র স্নায়ু বলা হয় কেন?

ট্রাইজেমিনালকে মিশ্র স্নায়ু বলা হয় কেন?

যখন কোন স্নায়ু এক সাথে সংবেদী ও চেষ্টীয় উভয় স্নায়ুর কার্যাবলি সাধন করে তখন তাকে মিশ্র স্নায়ু বলে।

ট্রাইজেমিনাল স্নায়ুকে মিশ্র স্নায়ু বলা হয় কারণ, মেডুলা অবলংগাটার অগ্র-পার্শ্বদেশ থেকে সৃষ্ট এ স্নায়ু তিনটি শাখায় বিভক্ত। যথা : অপথ্যালমিক, ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার। 

এদের মধ্যে অপথ্যালমিক ও ম্যাক্সিলারি সংবেদী প্রকৃতির এবং ম্যান্ডিবুলার একই সাথে সংজ্ঞাবাহী ও চেষ্টীয় স্নায়ু হিসেবে কাজ করে। তাই ট্রাইজেমিনালকে মিশ্র স্নায়ু বলে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ট্রাইজেমিনালকে মিশ্র স্নায়ু বলা হয় কেন? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন