আলোর ব্যতিচার কাকে বলে? | আলোর ব্যতিচারে সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয় কেন? [2023]

আলোর ব্যতিচার কাকে বলে? আলোর ব্যতিচারে সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয় কেন?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “আলোর ব্যতিচার কাকে বলে? আলোর ব্যতিচারে সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

আলোর ব্যতিচার কাকে বলে? আলোর ব্যতিচারে সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয় কেন?

আলোর ব্যতিচার কাকে বলে? আলোর ব্যতিচারে সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয় কেন?

দুই বা ততোধিক আলোক তরঙ্গের পারস্পরিক উপরিপাতনের ফলে মাধ্যমে মধ্যে উজ্জ্বল বিন্দু ও অন্ধকার বিন্দু সৃষ্টির ঘটনাকেই আলোর ব্যতিচার বলে।

আলোর ব্যতিচারে সুসংগত আলােক উৎস ব্যবহার করা হয় কেন?

ব্যতিচারের জন্য প্রয়োজনীয় আলোক তরঙ্গগুলোর একই তরঙ্গদৈর্ঘ্য থাকতে হবে এবং আলােক তরঙ্গদ্বয় একই দশায় বা নির্দিষ্ট দশা-পার্থক্যে নিঃসৃত হতে হবে। উপরন্তু এ দশা পার্থক্য সব সময়ের জন্য বজায় থাকতে হবে।

এ সকল বৈশিষ্ট্য কেবল সুসংগত আলােক উৎসে রয়েছে বিধায় আলোর ব্যতিচারে সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয়।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে আলোর ব্যতিচার কাকে বলে? আলোর ব্যতিচারে সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয় কেন? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন