ভোলারকে জৈব রসায়নের জনক বলা হয় কেন? - রসায়ন [২০২৩]

ভোলারকে জৈব রসায়নের জনক বলা হয় কেন? :  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “ভোলারকে জৈব রসায়নের জনক বলা হয় কেন? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

ভোলারকে জৈব রসায়নের জনক বলা হয় কেন?  - রসায়ন [২০২৩]

ভোলারকে জৈব রসায়নের জনক বলা হয় কেন?

জার্মান রসায়নবিদ ফ্রেডারিক ভোলার প্রথম পরীক্ষাগারে অজৈব যৌগ হতে জৈব যৌগ প্রস্তুত করেন। জৈব যৌগে বার্জেলিয়াস প্রাণশক্তি মতবাদকে ভুল প্রমাণ করেন। এরপর হতেই শুরু হলো একের পর এক জৈব যৌগের সংশ্লেষণের জয়যাত্রা। প্রকৃতপক্ষে পরীক্ষাগারে জৈব যৌগের সংশ্লেষণের পথ উন্মুক্ত করেন। সে কারণে তাকে জৈব রসায়নের জনক বলা হয়। 

তিনি পরীক্ষাগারে প্রথম অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিয়ে ইউরিয়া প্রস্তুত করেছিলেন।

  • NH₄CNO <----> NH₂-CO-NH₂

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ভোলারকে জৈব রসায়নের জনক বলা হয় কেন?  বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন