বিষুবরেখা কাকে বলে?| বিষুবরেখার অপর নাম কি? [2023]

বিষুবরেখা কাকে বলে? বিষুবরেখার অপর নাম কি:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “বিষুবরেখা কাকে বলে? বিষুবরেখার অপর নাম কি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

বিষুবরেখা কাকে বলে?|  বিষুবরেখার অপর নাম কি?

বিষুবরেখা কাকে বলে? বিষুবরেখার অপর নাম কি

উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে।

এ রেখাকে বিষুবরেখা বলে। বিষুবরেখা নিরক্ষরেখা, নিরক্ষবৃত্ত, মহাবৃত্ত, গুরুবৃত্ত প্রভৃতি নামেও পরিচিত। এই রেখাকে মহাবৃত্ত বলা হয়, কারণ পূর্ব-পশ্চিমে বেষ্টনকারী রেখাসমূহের মধ্যে নিরক্ষরেখা বৃহত্তম।

এই রেখাই সবচেয়ে বড় অক্ষরেক্ষা এবং এই রেখা বরাবর পৃথিবীর পরিধি মাপা হয়।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে বিষুবরেখা কাকে বলে? বিষুবরেখার অপর নাম কি বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন