হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Puran Jailkhana Lyrics (পুরান জেলখানা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Puran Jailkhana Lyrics In Bengali
ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা,
তার মাঝেরে চোদ্দ সিকে আমার সীমানা।
ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ইটের দেয়াল আমার সীমানা,
তার মাঝেরে দেয়াল ঘড়ি আমার ঠিকানা।
বাইরের ওই লাল-নীল বাতী চোখে পড়ে না
ভাই'বোন আর মা'বাবারেও কতদিন দেখিনা।
চাঁদের আলো চোখে পড়ে না
সুখের সাক্ষাৎ মন ভরে না,
চাঁদের আলো চোখে পড়ে না
সুখের সাক্ষাৎ মন ভরে না।
ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা,
তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা।
জেলখানার ওই সেন্ট্রিচট আমারই সম্বল
এখন আমার সঙ্গী হইছে কাঁথা আর কম্বল।
মাসুদ রানা আর আসে না
আগের মতো আড্ডা জমে না,
বন্ধুবান্ধব আর আসেনা
আগের মতো আড্ডা জমে না।
ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ভাঙা ঘরে আমার ঠিকানা,
তার মাঝেরে দেয়াল ঘড়ি আমার সীমানা,
তার মাঝেরে চোদ্দ সিকে আমার সীমানা,
তার মাঝেরে পুরান ঘরে আমার ঠিকানা।
Puran Jailkhana In English
Oi amar puran jailkhana
Tar majhere vanga ghore amar thikana
Tar majhere choddo sike amar simana
Oi amar puran jail khana
Tar majhere iter dewal amar shimana
Tar majhere deyal ghori amar thikana
Puran Jailkhana Song Details
- Song : Puran Jailkhana
- Singer : Arman Alif
- Music : Sahriar Rafat
- Lyric & Tune : Riaz
- Directed By : Mohammad Rasel Abir
- AD : Morsalin Alif Xion
- Edit & Color : Saddam Hossain Saad
- Label : Agniveena
Tags:
Lyrics