হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Phire Asar Gaan Lyrics (ফিরে আসার গান) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Phire Asar Gaan Lyrics In Bengali
বলেনি কেউ তোমাকে
রেখে যেতে পিছুটান,
তুমি তাও রেখে যাও
ঘরে ফিরে আসার গান।
বলে সবাই তোমাকে
রেখে যেতে অভিমান,
তুমি তাও রেখে যাও
ঘরে ফিরে আসার গান।
তবুও, মাঝে মাঝে মনে হয় ভুল
এড়িয়ে ছুঁয়ে দিলে আমাকে আবার,
মিশে যাবে আমাদের এই পথ,
ভালোবাসায় ..
তবুও, মাঝে মাঝে মনে এলে সুর
কবিতা জুড়ে জুড়ে লিখে গেলে গান,
মিলে যাবে আমাদের এই পথ
ভালোবাসায়...
এই রাতের আঁধার
রঙিন আলোতে ফুরিয়ে যাবে,
হুঁ.. ক্লান্তি কান্না শেষের
নিমেষে চোখেই লুকিয়ে যাবে।
হুঁ হুঁ হুঁ.. আবার ভাঙবে আকাশ,
ভোলাবে তোমার আমার অভিমান।
বলেনি কেউ তোমাকে
রেখে যেতে পিছুটান,
তুমি তাও রেখে যাও
ঘরে ফিরে আসার গান।
তবুও, মাঝে মাঝে মনে হয় ভুল
এড়িয়ে ছুঁয়ে দিলে আমাকে আবার,
মিশে যাবে আমাদের এই পথ,
ভালোবাসায়..
তবুও, মাঝে মাঝে মনে এলে সুর
কবিতা জুড়ে জুড়ে লিখে গেলে গান,
মিলে যাবে আমাদের এই পথ
ভালোবাসায় ...
Phire Asar Gaan In English
Boleni keu tomake
Rekhe jete pichutaan
Tumi tao rekhe jao
Ghore phire asar gaan
Bole sobai tomake
Rekhe jete abhimaan
Tumi tao rekhe jao
Ghare phire asar gaan
Tobuo majhe majhe mone hoy bhul
Eriye chuye dile amake abar
Mishe jabe amader ei poth
Bhalobashay..
Phire Asar Gaan Song Details
- Song : Phire Asar Gaan
- Singer : Shaoni Shome
- Music & Lyrics : Pijush Das
- Director : Krish Bose
- Producer : The Bong Media
- Edit & Color : Sanjoy Dasgupta
- DOP : Subhajit Sil
- Chief AD : Supayan Das
- Label : The Bong Studio
Tags:
Lyrics