হাইড্রোকার্বন, জৈব যৌগ, গ্যাসোহোল, রেকটিফাইড স্পিরিট কাকে বলে?- রসায়ন [Update]

হাইড্রোকার্বন, জৈব যৌগ, গ্যাসোহোল, রেকটিফাইড স্পিরিট কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা হাইড্রোকার্বন, জৈব যৌগ, গ্যাসোহোল, রেকটিফাইড স্পিরিট কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

হাইড্রোকার্বন, জৈব যৌগ, গ্যাসোহোল, রেকটিফাইড স্পিরিট কাকে বলে?

হাইড্রোকার্বন, জৈব যৌগ, গ্যাসোহোল, রেকটিফাইড স্পিরিট কাকে বলে?

হাইড্রোকার্বনঃ  হাইড্রোজেন ও কার্বন এ দ্বিমৌল দ্বারা গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। যেমনঃ মিথেন(CH₄), ইথেন(C₂H₆), প্রোপেন(C₃H₈) ইত্যাদি। 

জৈব যৌগঃ  হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতকসমূহকে জৈব যৌগ বলে।

যেমনঃ মিথান্যাল(H-CHO), ইথান্যাল(CH₃CHO), ইথানয়িক এসিড(CH₃COOH) ইত্যাদি।


গ্যাসহোলঃ  পেট্রোলের সাথে 10 % থেকে 20 % ইথানল মিশ্রিত জ্বালানিকে গ্যাসহোল বলে।


রেকটিফাইড স্পিরিটঃ  95.6% ইথানল ও 4.4% পানির সমস্ফুটন মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে হাইড্রোকার্বন, জৈব যৌগ, গ্যাসোহোল, রেকটিফাইড স্পিরিট কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন