আর্দ্র বিশ্লেষণ / পানি-বিশ্লেষণ বিক্রিয়া কি?- রসায়ন [Update]

আর্দ্র বিশ্লেষণ / পানি-বিশ্লেষণ বিক্রিয়া কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা আর্দ্র বিশ্লেষণ / পানি-বিশ্লেষণ বিক্রিয়া কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

আর্দ্র বিশ্লেষণ / পানি-বিশ্লেষণ বিক্রিয়া কি?

আর্দ্র বিশ্লেষণ / পানি-বিশ্লেষণ বিক্রিয়া কি?

আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াঃ যে বিক্রিয়ায় কোন যৌগের দুই অংশ 

(ধনাত্মক প্রান্ত ও ঋণাত্মক প্রান্ত) পানির বিপরীত আধান বিশিষ্ট দুই অংশের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে। সেই বিক্রিয়াকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে।


আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ার অনুরূপ। 

আবার আর্দ্রবিশ্লেষন বিক্রিয়ায় উৎপন্ন যৌগের অধঃক্ষেপ পড়ে এ কারণে একে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে।


যেমনঃ অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl₃) যৌগের দুই প্রান্ত একটি অ্যালুমিনিয়াম আয়ন (Al³+) ও অপর প্রান্ত ক্লোরাইড আয়ন (Cl-). অ্যালুমিনিয়াম আয়নের সাথে পানির ঋণাত্মক প্রান্ত হাইড্রোক্সিল আয়ন 

(-OH) যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড Al(OH)₃ এর অধঃক্ষেপ উৎপন্ন করে। 

অপরদিকে ক্লোরাইড আয়নের সাথে পানির ধনাত্মক আয়ন (H+) যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড (HCl) গঠন করে।

 AlCl₃(aq) +3H₂O(l) -----> Al(OH)₃ (s) + HCl


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে আর্দ্র বিশ্লেষণ / পানি-বিশ্লেষণ বিক্রিয়া কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন