দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া কি?
দ্বিপ্রতিস্থাপন : যে বিক্রিয়ায় দুটি যৌগ তাদের পরস্পরের মধ্যে পরমাণু বা মুলক বিনিময় করার মাধ্যমে দুটি ভিন্ন নতুন যৌগ উৎপন্ন করে তাকে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলে।
যেমন:
ZnSO₄+Cu(NO₃)₂ ----> Zn(NO₃)₂ + CuSO₄
বিক্রিয়ায় জিংক সালফেট(ZnSO₄) ও কপার নাইট্রেট[Cu(NO₃)₂] বিক্রিয়া করে জিংক নাইট্রেট{Zn(NO₃)₂} ও কপার সালফেট(CuSO₄) উৎপন্ন করে। এখানে জিংক, কপার কে প্রতিস্থাপন করেছে।
দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া একটি নন রেডক্স বিক্রিয়া। কারণ বিক্রিয়াটিতে ইলেকট্রনের কোন আদান-প্রদান হয়নি। বিক্রিয়ক ও উৎপাদে জিংকের জারণ সংখ্যা +2, বিক্রিয়ক ও উৎপাদে সালফেট যৌগমূলকের জারণ সংখ্যা -2, বিক্রিয়ক ও উৎপাদে কপারের জারণ সংখ্যা +2, বিক্রিয়ক ও উৎপাদে নাইট্রেট যৌগমূলকের জারণ সংখ্যা -1.
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”