ফটোকেমিক্যাল ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর কেন?- রসায়ন [Update]

ফটোকেমিক্যাল ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ফটোকেমিক্যাল ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ফটোকেমিক্যাল ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর কেন?

ফটোকেমিক্যাল ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর কেন?

যানবাহন, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ুতে মিশে সূর্যের আলোর উপস্থিতিতে যে বিষাক্ত গ্যাসের সৃষ্টি করে একে ফটোকেমিক্যাল ধোঁয়া বলে।

ফটোকেমিক্যাল ধোঁয়াতে CH₄ ;N₂O ; CO প্রভৃতি গ্যাস বিদ্যমান থাকে। এই গ্যাসগুলো সূর্যের আলোর উপস্থিতিতে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি করে। এছাড়া এগুলো বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ভেঙ্গে দেয়। যার কারণে সূর্য থেকে ক্ষতিকর রশ্মি পৃথিবীতে পৌঁছায়। 

এজন্য ফটোক্যামিক্যাল ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ফটোকেমিক্যাল ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন