হাইড্রোজেন ফুয়েল সেল কাকে বলে?- রসায়ন [Update]

হাইড্রোজেন ফুয়েল সেল কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা হাইড্রোজেন ফুয়েল সেল কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

হাইড্রোজেন ফুয়েল সেল কাকে বলে?

হাইড্রোজেন ফুয়েল সেল কাকে বলে?

হাইড্রোজেন ও অক্সিজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে যে সেল তৈরি করা হয় তাকে হাইড্রোজেন ফুয়েল সেল বলে।

হাইড্রোজেন ফুয়েল সেলে হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। যেখানে অ্যানোডে হাইড্রোজেন গ্যাস জারিত হয় এবং ক্যাথোডে অক্সিজেন গ্যাস বিজারিত হয়।

অ্যানোড বিক্রিয়াঃ

2H₂(g)+4OH-(aq) -----> 2H₂O(l)     +4e-

 ক্যাথোড বিক্রিয়া :

 O₂(g)+2H₂O(l)+4e-  ------> 4OH-

হাইড্রোজেন ফুয়েল সেলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পানি ব্যবহার করা হয়।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে হাইড্রোজেন ফুয়েল সেল কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন