নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে? কিভাবে সহজেই নিউক্লিয়ন সংখ্যা মনে রাখা যায়: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে? কিভাবে সহজেই নিউক্লিয়ন সংখ্যা মনে রাখা যায়” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে? কিভাবে সহজেই নিউক্লিয়ন সংখ্যা মনে রাখা যায়
নিউক্লিয়ন সংখ্যা ঃ কোন মৌলের নিউক্লিয়াসে অবস্হিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে নিউক্লিয়ন সংখ্যা বলে।
কোন মৌলের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়।
মৌলের প্রোটন সংখ্যাকে P, নিউট্রন সংখ্যাকে n এবং ভর সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়।
মৌলের নিউক্লিয়ন সংখ্যা = P + n
Li এর প্রোটন সংখ্যা / পারমানবিক সংখ্যা 3 এবং নিউট্রন সংখ্যা 4. সুতরাং Li এর নিউক্লিয়ন সংখ্যা = 3 + 4 = 7.
আবার Li এর ভর সংখ্যাও 7.
অর্থাৎ কোন মৌলের ভর সংখ্যাই ঐ মৌলের নিউক্লিয়ন সংখ্যা নির্দেশ করে।
তবে মৌলের ভর সংখ্যা ভগ্নাংশ হলে ভগ্নাংশ অংশটুকু বাদ দিলে যে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তা ঐ মৌলের নিউক্লিয়ন সংখ্যা।
কাজেই কোন মৌলের ভর সংখ্যা মনে রাখলেই ঐ মৌলের নিউক্লিয়ন সংখ্যা জানা যায়।
Cl এর ভর সংখ্যা 35.5 , Cl এর নিউক্লিয়ন সংখ্যা 35.
আবার Fe এর ভর সংখ্যা 55.85 এবং Fe এর নিউক্লিয়ন সংখ্যা 55.
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে? কিভাবে সহজেই নিউক্লিয়ন সংখ্যা মনে রাখা যায় বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”