অ্যাসিড বৃষ্টিই বহুজীব বিলুপ্তির কারণ?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “অ্যাসিড বৃষ্টিই বহুজীব বিলুপ্তির কারণ?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
অ্যাসিড বৃষ্টিই বহুজীব বিলুপ্তির কারণ?
বৃষ্টির পানির pH মান 4 বা এর কম হলে তাকে অ্যাসিড বৃষ্টি বলে। এসিড বৃষ্টির ফলে জলাশয় ও ও মাটির pH কমে যায়। যার কারণে মাটি ও পানি অম্লীয় হয়। মাটির pH কমে গেলে মাটির উর্বরতা কমে যায় এবং ফসল উৎপাদন হ্রাস পায়। ফলে খাদ্য অভাবে মানুষসহ অনেক প্রাণী মারা যেতে পারে। এসিড বৃষ্টির কারণে পুকুর বা নদী-নালার পানি অম্লীয় হয়ে যায়। অম্লীয় পানিতে জলজ প্রাণী বেঁচে থাকার জন্য অনুপোযোগী হয়। ফলে মাছসহ অনেক জলজ প্রাণী মারা যায়। এসিড বৃষ্টির কারণে বনাঞ্চল ধ্বংস হয়ে যেতে পারে। দেখা দিতে পারে অক্সিজেনের অভাব। অক্সিজেনের অভাবে অনেক প্রাণী বিলুপ্ত হতে পারে।
সুতরাং অ্যাসিড বৃষ্টিই বহুজীব বিলুপ্তির কারণ।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে অ্যাসিড বৃষ্টিই বহুজীব বিলুপ্তির কারণ? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”