হাইড্রোজেন আয়নিক ও সমযোজী যৌগ গঠন করে কেন?- রসায়ন [Update]

হাইড্রোজেন আয়নিক ও সমযোজী যৌগ গঠন করে কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা হাইড্রোজেন আয়নিক ও সমযোজী যৌগ গঠন করে কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

হাইড্রোজেন আয়নিক ও সমযোজী যৌগ গঠন করে কেন?

হাইড্রোজেন আয়নিক ও সমযোজী যৌগ গঠন করে কেন?

পর্যায় সারণি এক নম্বর পর্যায় ও এক নম্বর গ্রুপে হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম থেকে একটি ইলেকট্রন কম থাকে। এর ইলেকট্রন বিন্যাস 1s¹ । হাইড্রোজেন অধাতব মৌল কিন্তু  ইলেকট্রন গ্রহণ ও বর্জন উভয় করতে পারে। এজন্য হাইড্রোজেন আয়নিক ও সমযোজী উভয় বন্ধন গঠন করতে পারে।

আয়নিক যৌগ গঠনঃ  হাইড্রোজেন ধাতব পরমাণুর সাথে আয়নিক বন্ধন গঠন করতে পারে। হাইড্রোজেন ধাতব পরমাণু থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করে। অ্যানায়ন ধাতব ক্যাটায়নের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করে থাকে।

যেমনঃ    2Li + H₂ ------> 2LiH


 এখানে লিথিয়াম হাইড্রোজেনকে একটি ইলেকট্রন দান করে ক্যাটায়ন গঠন করে। অপরদিকে হাইড্রোজেন লিথিয়াম থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করে। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন আয়নিক বন্ধন গঠন করে থাকে।


সমযোজী যৌগ গঠনঃ  হাইড্রোজেন অধাতব মৌল হওয়ায় অন্য আরেকটি অধাতব মৌলের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী যৌগ গঠন করতে পারে।

যেমনঃ

             H₂ + Cl₂ ------> 2HCl

এখানে, হাইড্রোজেন ও ক্লোরিন পরস্পরের সাথে একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। কাজেই বলা যায় হাইড্রোজেন সমযোজী ও আয়নিক যৌগ গঠন করে।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে হাইড্রোজেন আয়নিক ও সমযোজী যৌগ গঠন করে কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন