ইলেকট্রোপ্লেটিং এর ব্যবহার: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “ইলেকট্রোপ্লেটিং এর ব্যবহার” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
ইলেকট্রোপ্লেটিং এর ব্যবহার
সাধারণত অধিক সক্রিয় কোন ধাতুর উপর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে।
ইলেকট্রোপ্লেটিং করার ফলে ধাতু ক্ষয় রোধ হয়। ধাতুর উপর মরিচা পড়ে না। ধাতুর স্থায়িত্ব বৃদ্ধি পায়। ইলেকট্রোপ্লেটিং এর ফলে ধাতুর উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং ধাতু চকচকে দেখায়।
সাধারণত লোহার তৈরি কোন জিনিসের উপর ক্রোমিয়াম, নিকেল ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়া হয়। লোহার তৈরি পদার্থটির স্থায়িত্ব এবং উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
যেমনঃ ঘড়ির চেইন, থালা, বাটি, চামচ ইত্যাদি।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ইলেকট্রোপ্লেটিং এর ব্যবহার বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”