PCR প্রযুক্তি কী? | PCR প্রযুক্তির উপাদান ও প্রয়োগ লিখ- বিস্তারিত

PCR প্রযুক্তি কী? PCR প্রযুক্তির উপাদান ও প্রয়োগ লিখ:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা PCR প্রযুক্তি কী? PCR প্রযুক্তির উপাদান ও প্রয়োগ লিখ বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

PCR প্রযুক্তি কী? PCR প্রযুক্তির উপাদান ও প্রয়োগ লিখ

PCR প্রযুক্তি কী? 

PCR এর অর্থ হলো Polymerase Chain Reaction. PCR প্রযুক্তি একটি বায়োটেকনোলজিক্যাল প্রযুক্তি যার মাধ্যমে DNA অণু থেকে সংগৃহীত জিন বা ছোট DNA খণ্ডকে স্বল্প সময়ের মধ্যে দ্রুত বহুগুণ বৃদ্ধি করা যায়। এ পদ্ধতিতে তাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র থার্মাল সাইক্লার এর সাহায্যে DNA এর সংখ্যা বৃদ্ধি করা হয়। এ প্রযুক্তিটি ১৯৮৪ সালে Kary Mullis আবিষ্কার করেন।


PCR প্রযুক্তির উপাদান ও প্রয়োগ লিখ

PCR প্রযুক্তির উপাদান :

১. দুটি নিউক্লিওটাইড প্রাইমার।

২. জিন বা DNA খণ্ড।

৩. তাপ সহ্যকারী DNA পলিমারেজ।

৪. তাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র থার্মল সাইক্লার।

৫. ৪টি নিউক্লিওসাইড ট্রাইফসফাটেজ।

৬. টেস্ট টিউব/কাঁচপাত্র।


বিভিন্ন ক্ষেত্রে PCR প্রযুক্তির প্রয়োগ।

চিকিৎসা ক্ষেত্র, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আণবিক জীববিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে PCR প্রযুক্তি ব্যবহার করা হয়। নিচে PCR এর প্রয়োগক্ষেত্রগুলো তুলে ধরা হলো :

১. বিভিন্ন ধরনের রোগ ও রোগ সৃষ্টিকারী জীবাণু নির্ণয় করতে PCR প্রযুক্তি ব্যবহার করা হয়।

২. বিভিন্ন ধরনের জেনেটিক রোগ সনাক্ত করতে ব্যবহৃত হয়।

৩. প্রত্নতাত্ত্বিক গবেষণা ও পরীক্ষায় এ প্রযুক্তি ব্যবহৃত হয়।

৪. DNA ও RNA এর সংখ্যা বৃদ্ধি করতে।

৫. ভ্রূণের লিঙ্গ নির্ধারণে।

৬. ক্রোমোসোমে জিনের অবস্থান নির্ণয়ে।


আশা করি PCR প্রযুক্তি কী? PCR প্রযুক্তির উপাদান ও প্রয়োগ লিখএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন