লোকনিরুক্তি কাকে বলে? | জোড় কলম শব্দ বলতে কী বোঝায়?- বিস্তারিত

লোকনিরুক্তি কাকে বলে? জোড় কলম শব্দ বলতে কী বোঝায়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা লোকনিরুক্তি কাকে বলে? জোড় কলম শব্দ বলতে কী বোঝায়? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

লোকনিরুক্তি কাকে বলে? জোড় কলম শব্দ বলতে কী বোঝায়?

লোকনিরুক্তি কাকে বলে?

কোনো অপরিচিত শব্দ যখন ধ্বনিগত সাদৃশ্য আছে এমন একটি পরিচিত শব্দের রূপ ধারণ করে, তখন তাকে লোকনিরুক্তি বলে। যেমনঃ আনানস (পোর্তুগিজ) > আনারস।


অথবা, দীর্ঘ সময় ধরে ভিন্ন ভাষা সংযোগ এবং পারিপার্শ্বিক সাংস্কৃতিক আদান-প্রদানের ফলে কোন একটি শব্দ অন্য একটি শব্দের দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে নতুন শব্দটি আমাদের কাছে পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠে, তাকেই লোকনিরুক্তি বলে। যেমনঃ আর্ম চেয়ার > আরাম চেয়ার।

উদাহরণঃ ঊর্ণবাভ > ঊর্ণনাভ, আর্ম চেয়ার > আরাম চেয়ার, আর্মারিও > আলমারি, আনানস > আনারস, হসপিটাল >হাসপাতাল।

জোড় কলম শব্দ বলতে কী বোঝায়?


একাধিক রূপের মিশ্রণের ফলেই তৈরি হয় পোর্টম্যানটু ওয়ার্ড বা জোড় কলম শব্দ। যখন একটি শব্দ বা শব্দাংশের সঙ্গে অন্য শব্দ বা শব্দাংশ জুড়ে একটি নতুন শব্দ তৈরি করা হয়, তখন তাকে জোড় কলম শব্দ বলে।

জোড় কলম শব্দের উদাহরণঃ ধোঁয়া + কুয়াশা = ধোঁয়াশা; মিন্নৎ + বিনতি = মিনতি।


বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠনের অনেক পদ্ধতি প্রচলিত রয়েছে। এই সকল পদ্ধতির মদ্যে সবচেয়ে মজার পদ্ধতি হলো জোড় কলম পদ্ধতি। এই পদ্ধতিতে শব্দ গঠন করার ক্ষেত্রে ভাষাতত্ত্বের কোনো নিয়ম অনুসরণ করতে হয় না। সুবিধা মতো দুটো শব্দের অংশ বিশেষকে জুড়ে দিলেই শব্দ গঠিত হয়ে যায়।


আশা করি লোকনিরুক্তি কাকে বলে? জোড় কলম শব্দ বলতে কী বোঝায়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন