ইস্পাত কাকে বলে? মরিচা প্রতিরোধের উপায় কি কি?- বিস্তারিত

ইস্পাত কাকে বলে? মরিচা প্রতিরোধের উপায় কি কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা ইস্পাত কাকে বলে? মরিচা প্রতিরোধের উপায় কি কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ইস্পাত কাকে বলে? মরিচা প্রতিরোধের উপায় কি কি?

ইস্পাত কাকে বলে? মরিচা প্রতিরোধের উপায় কি কি?

সুনির্দিষ্ট পরিমাণ কার্বন এবং সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ, সিলিকন, ক্রোমিয়াম ও নিকেল দ্বারা গঠিত সংকর ধাতুকে ইস্পাত বলে। টেকসই এবং শক্তিশালী হওয়ার কারণে এর ব্যবহার সর্বাধিক। জাহাজ, ট্রেন, কৃষি যন্ত্রপাতি, কল-কারখানা, সমরাস্ত্র তৈরিতে ইস্পাত ব্যবহার করা হয়। বহুতল ভবনের স্ট্রাকচার তৈরিতেও ইস্পাত ব্যবহার করা হয়।


মরিচা প্রতিরোধের উপায়ঃ

মরিচা প্রতিরোধের উপায়গুলো হলো–

১. গ্যালভানাইজিং : লোহার তৈরি জিনিসের উপর জিংক ও টিনের প্রলেপ দেওয়ার মাধ্যমে লোহাকে মরিচারোধী করা হয়।
২. ইলেকট্রোপ্লেটিং : তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে লোহার উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়া বা ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে লোহাকে মরিচারোধী করা হয়।
৩. ধাতু সংকর তৈরি : লোহার সাথে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশিয়ে মরিচাহীন ইস্পাত তৈরি করা হয়।

আশা করি ইস্পাত কাকে বলে? মরিচা প্রতিরোধের উপায় কি কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন