বলতো কার ইশারায় পূব গগনে সুর্য ওঠে - লিরিক্স

এখানে আপনাদের জন্য “বলতো কার ইশারায় পূব গগনে সুর্য ওঠে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

বলতো কার ইশারায় পূব গগনে সুর্য ওঠে - লিরিক্স

বলতো কার ইশারায় পূব গগনে সুর্য ওঠে - ইসলামী সঙ্গীত লিরিক্স

বলতো কার ইশারায় পূব গগনে সুর্য ওঠে
বলতো কার ইশারায় হরেক রকম ফুল ফোটে।
বলতো কার ইশারায়, নদীরা যায় বয়ে যায়
পাখি ডেকে ওঠে।
বলতো কার ইশারায় মেঘের পাহাড় বৃষ্টি ঝরায়
কার ইশারায় কোকিল কুহু কুহু গান গেয়ে যায়।
সাগরের বুকে জোয়ার বল না ইশারা কার ॥
কার হুকুমে ঝর্ণাধারা ছোটে।
বলতো কার ইশারায় শিশির কণা সবুজ ঘাসে
কার ইশারায় তারার মেলা বসে ঐ আকাশে ॥
আকাশের গ্রহ তারা কার প্রেমে পাগলপারা ॥
কার হুকুমে শাপলা শালুক ফোটে।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন