এখানে আপনাদের জন্য “জিন্দাবাদ জিন্দাবাদ” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
জিন্দাবাদ জিন্দাবাদ - ইসলামী সঙ্গীত লিরিক্স
জিন্দাবাদ জিন্দাবাদ
বীর মুজাহিদ জিন্দাবাদ
হযরত আলীর বিপ্লবী খুন
তোর দিলে আজ হোক আবাদ।।
দুর্দম তোরা যোদ্ধা বির
মহাভীতি ভয় ধরিত্রীর
ঝনঝার বেগে নির্মূল কর
জালিম জনের স্বপ্ন সাধ
বৃষ্টির ভারে ভেঙ্গে পরে যেন
অত্যাচারির রাজপ্রাসাদ।।
আন ঝড় আন প্রান মাতাল
নাচুক ধরণী টাল মাটাল
ঘুমাইয়া যারা জাগিয়া দেখুক
উড়িছে আকাশে রক্ত চাঁদ
স্বাধীন তুমি যে মুসলিম তুমি
সেই বীর সেই দিন আজাদ।।
-আব্দুল করিম-
বীর মুজাহিদ জিন্দাবাদ
হযরত আলীর বিপ্লবী খুন
তোর দিলে আজ হোক আবাদ।।
দুর্দম তোরা যোদ্ধা বির
মহাভীতি ভয় ধরিত্রীর
ঝনঝার বেগে নির্মূল কর
জালিম জনের স্বপ্ন সাধ
বৃষ্টির ভারে ভেঙ্গে পরে যেন
অত্যাচারির রাজপ্রাসাদ।।
আন ঝড় আন প্রান মাতাল
নাচুক ধরণী টাল মাটাল
ঘুমাইয়া যারা জাগিয়া দেখুক
উড়িছে আকাশে রক্ত চাঁদ
স্বাধীন তুমি যে মুসলিম তুমি
সেই বীর সেই দিন আজাদ।।
-আব্দুল করিম-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স