এখানে আপনাদের জন্য “জেহাদী মাঠ দ্যাখ মুজাহিদ” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
জেহাদী মাঠ দ্যাখ মুজাহিদ - ইসলামী সঙ্গীত লিরিক্স
ও তুই- জ্বেহাদী মাঠ দ্যাখ মুজাহিদ
ঐ জেহাদের ডাক আসে!
মরণ নদীর তীরে অধির
জিন্দেগানীর বাঁক আসে।।
ধ্বসিয়ে দিয়ে আবরাহার
মিথ্যা জুলুম অত্যাচার
খোদার ফউজ আসে যেমন
আবাবিলের ঝাঁক আসে।।
ওরা- তাকায়না কেউ পিছন পানে
চলে কেবল সন্মুখে
সকল বিপদ বাধার পথে
ওরা যে ভাই যায় রুখে।
যত- অত্যাচারের ছিঁড়তে টুঁটি
ওরা- মানেনা কেউ ভয় ভ্রুকুটি,
লাখ মুজাহিদ হলে শহিদ
আবার যে ভাই লাখ আসে।।
-ফররুখ আহমেদ-
ঐ জেহাদের ডাক আসে!
মরণ নদীর তীরে অধির
জিন্দেগানীর বাঁক আসে।।
ধ্বসিয়ে দিয়ে আবরাহার
মিথ্যা জুলুম অত্যাচার
খোদার ফউজ আসে যেমন
আবাবিলের ঝাঁক আসে।।
ওরা- তাকায়না কেউ পিছন পানে
চলে কেবল সন্মুখে
সকল বিপদ বাধার পথে
ওরা যে ভাই যায় রুখে।
যত- অত্যাচারের ছিঁড়তে টুঁটি
ওরা- মানেনা কেউ ভয় ভ্রুকুটি,
লাখ মুজাহিদ হলে শহিদ
আবার যে ভাই লাখ আসে।।
-ফররুখ আহমেদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স