এখানে আপনাদের জন্য “সব মানুষের হক” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
সব মানুষের হক - ইসলামী সঙ্গীত লিরিক্স
সব মানুষের হক আদায়ের দিলে গুরুভার,
এবার- দাওগো মদদ নিতে খোদা দায়িত্ব অপার।।
নিখিল বিশ্ব চালক তুমি,
স্রষ্টা, প্রতিপালক তুমি,
জগৎ ব্যাপি প্রভু তোমার বিচিত্র সংসার।।
রুজীর মালিক, বিপদ-ত্রাতা,
তুমি জীবন- বিধান দাতা,
সব মানুষে দিলে সমান বাঁচার অধিকার।।
সত্য, সুপথ দেখাও তুমি,
পাঠিয়ে নবী শেখাও তুমি,
কারো পরে কেউ না যেন করে অবিচার।।
যেন কন্ঠ কারো রুদ্ধ না হয়,
পায় বিচারের সমান অভয়
পায় সকলে সমান নীতি শাস্তি পুরস্কার।।
করতে পুরা ইনসানিয়াৎ
তোমার নবী দেখান যে পথ,
পূর্ণ মনুষ্যত্ব যে সেই সাম্য, সুবিচার।।
ত্যাগ ও ক্ষমা নজীর- বিহীন
তোমার রাসুল দিলেন সে দিন,
খিদ্মতেরি পন্থা মহান দিলেন সারওয়ার।।
মাতা পিতার হক আদায়ের,
করতে আদায় হক স্বজনের,
কঠিন তাকিদ দেন যে নবী করেন হুঁশিয়ার।।
অনাথ এতিম দুঃস্থ যারা
হিস্যা তাদের পায় সে তারা,
বজ্রকঠোর জাকাত আইন জানি যে তোমার।।
সাচ্চা মুমিন নয় কভু নয়
পড়শী যার ক্ষুধিত রয়,
ভুরি ভোজে ভরায় যে জন উদর আপনার।।
পূঁজিবাদীর লোভ, পিপাসা
অন্তবিহীন পূঁজীর আশা,
সব কারুনের দুয়ারে মৃত্যু সমাচার।।
দিকে দিকে ফরমান যায়
মজুর যেন মজুর পায়
ঘাম শুকানোর আগেই যে হয় পাওনা দাবী তার।।
বিস্মিত এ বিশ্ব জাহান,
দেখে তোমার পুণ্য বিধান
দুখীর বোঝা নিয়ে চলেন খলিফা আমার।।
বর্ণ বিরোধ ঘুঁচিয়ে দিয়ে,
দেশের সীমা মুছিয়ে দিয়ে,
তোমার দেওয়া দ্বীন করে সেই পক্ষ যে বিস্তর।।
শোষন, ত্রাসন, জুলুম যত
হয় অতীতের কুক্ষিগত,
হয়-অত্যাচারীর সাথে ধ্বংস সকল অত্যাচার।।
দ্বীনের মশালবাহী যারা
আজ দুনিয়ায় নামুক তারা,
আবার জাগুক ধরায় হক ইনসাফ সাম্য সুবিচার।।
-ফররুখ আহমেদ-
এবার- দাওগো মদদ নিতে খোদা দায়িত্ব অপার।।
নিখিল বিশ্ব চালক তুমি,
স্রষ্টা, প্রতিপালক তুমি,
জগৎ ব্যাপি প্রভু তোমার বিচিত্র সংসার।।
রুজীর মালিক, বিপদ-ত্রাতা,
তুমি জীবন- বিধান দাতা,
সব মানুষে দিলে সমান বাঁচার অধিকার।।
সত্য, সুপথ দেখাও তুমি,
পাঠিয়ে নবী শেখাও তুমি,
কারো পরে কেউ না যেন করে অবিচার।।
যেন কন্ঠ কারো রুদ্ধ না হয়,
পায় বিচারের সমান অভয়
পায় সকলে সমান নীতি শাস্তি পুরস্কার।।
করতে পুরা ইনসানিয়াৎ
তোমার নবী দেখান যে পথ,
পূর্ণ মনুষ্যত্ব যে সেই সাম্য, সুবিচার।।
ত্যাগ ও ক্ষমা নজীর- বিহীন
তোমার রাসুল দিলেন সে দিন,
খিদ্মতেরি পন্থা মহান দিলেন সারওয়ার।।
মাতা পিতার হক আদায়ের,
করতে আদায় হক স্বজনের,
কঠিন তাকিদ দেন যে নবী করেন হুঁশিয়ার।।
অনাথ এতিম দুঃস্থ যারা
হিস্যা তাদের পায় সে তারা,
বজ্রকঠোর জাকাত আইন জানি যে তোমার।।
সাচ্চা মুমিন নয় কভু নয়
পড়শী যার ক্ষুধিত রয়,
ভুরি ভোজে ভরায় যে জন উদর আপনার।।
পূঁজিবাদীর লোভ, পিপাসা
অন্তবিহীন পূঁজীর আশা,
সব কারুনের দুয়ারে মৃত্যু সমাচার।।
দিকে দিকে ফরমান যায়
মজুর যেন মজুর পায়
ঘাম শুকানোর আগেই যে হয় পাওনা দাবী তার।।
বিস্মিত এ বিশ্ব জাহান,
দেখে তোমার পুণ্য বিধান
দুখীর বোঝা নিয়ে চলেন খলিফা আমার।।
বর্ণ বিরোধ ঘুঁচিয়ে দিয়ে,
দেশের সীমা মুছিয়ে দিয়ে,
তোমার দেওয়া দ্বীন করে সেই পক্ষ যে বিস্তর।।
শোষন, ত্রাসন, জুলুম যত
হয় অতীতের কুক্ষিগত,
হয়-অত্যাচারীর সাথে ধ্বংস সকল অত্যাচার।।
দ্বীনের মশালবাহী যারা
আজ দুনিয়ায় নামুক তারা,
আবার জাগুক ধরায় হক ইনসাফ সাম্য সুবিচার।।
-ফররুখ আহমেদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স