এখানে আপনাদের জন্য “হে রমযান” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
হে রমযান - ইসলামী সঙ্গীত লিরিক্স
হে রমযান, হে রমযান।
দাও স্বস্তি দাও শান্তি
ধরণীরে করো মনোরম;
তোমারে হেরিয়া বিশ্ব-বিবেক
সংযমে হোক দুর্দম।।
খোদায়ি নুরের বর্তিকা ধরো
নিখিল জাহান পবিত্র করো
জ্বিন ইনসানে দাও এনে দাও
রহমতেরই আবে জমজম।।
রসুলে খোদার আনন্দ বানী
দাও সবারি বক্ষে আনি
হক লা এলালা ইল্লাল্লাহ
একিন করাও হর দমে দম।।
নিজেকে চেনার এইতো পেয়েছি সময়
অবুঝ হয়ে ভুলে থাকা আর নয়
বুঝতে হবে আমায় জানতে হবে
মন কেন করে সদা আনচান।।
আমাকে আমার নফসকে জাগাতে হবে
প্রেমের মত সুখে দুখে অনুভবে
দেখতে হবে আমায় ভাবতে হবে
অন্তরে কি যে চাহে এই প্রান।।
-ফজলে এ খোদা-
দাও স্বস্তি দাও শান্তি
ধরণীরে করো মনোরম;
তোমারে হেরিয়া বিশ্ব-বিবেক
সংযমে হোক দুর্দম।।
খোদায়ি নুরের বর্তিকা ধরো
নিখিল জাহান পবিত্র করো
জ্বিন ইনসানে দাও এনে দাও
রহমতেরই আবে জমজম।।
রসুলে খোদার আনন্দ বানী
দাও সবারি বক্ষে আনি
হক লা এলালা ইল্লাল্লাহ
একিন করাও হর দমে দম।।
নিজেকে চেনার এইতো পেয়েছি সময়
অবুঝ হয়ে ভুলে থাকা আর নয়
বুঝতে হবে আমায় জানতে হবে
মন কেন করে সদা আনচান।।
আমাকে আমার নফসকে জাগাতে হবে
প্রেমের মত সুখে দুখে অনুভবে
দেখতে হবে আমায় ভাবতে হবে
অন্তরে কি যে চাহে এই প্রান।।
-ফজলে এ খোদা-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স