আল্লাহ তোমার রহমতের - লিরিক্স

এখানে আপনাদের জন্য “আল্লাহ তোমার রহমতের” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

আল্লাহ তোমার রহমতের - লিরিক্স

আল্লাহ তোমার রহমতের - ইসলামী সঙ্গীত লিরিক্স

আল্লাহ তোমার রহমতের
নাই সীমা নাই পার
জীবন মরণ সৃজন পালন
সব কিছু তোমার।
যখন বিপদ দুঃখে পড়ি
তখন তোমার স্মরণ করি
তোমার দয়ায় কূল খুঁজে পাই
অকুল দরিয়ায়।
মালিক তুমি, মাবুদ তোমায়
হয়তো ভুলে থাকি,-
সব গোনাহ যায় মাফ হয়ে মোর
যদি বারেক ডাকি।
তোমার দয়ার নাই সীমা নাই-
তোমার প্রেমের পথ না হারাই,
সহজ সরল পন্থা দেখাও
পরওয়ারদীগার।

-দেওয়ান আব্দুল হামিদ-

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন