এখানে আপনাদের জন্য “জিন্দেগী নয় একলা থাকার” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
জিন্দেগী নয় একলা থাকার - ইসলামী সঙ্গীত লিরিক্স
জিন্দেগী নয় একলা থাকার
এস মুমীন এই জমাতে,
কঠিন যা নয় একলা করার
করো সবাই লক্ষ হাতে।।
হও জামাতে শামিল সবাই,
দলের মাঝে ভয় কিছু নাই,
থাকতে সময় হে বিশ্বাসী
কাজ করে যাও সবার সাথে।।
কঠিন কাজের, কঠিন শ্রমের।
এই জেহাদী জিন্দেগানী,
দল ছেড়ে রয় দূরে শুধু
স্বার্থবাদী, লোভী প্রানী।।
একলা রবে শুন্যে গোরে
ডাকবেনা কেউ সে দিন তোরে
বন্ধু তুমি নেমোনা আর
স্বার্থবাদীর ভূমিকাতে।।
এস মুমীন এই জমাতে,
কঠিন যা নয় একলা করার
করো সবাই লক্ষ হাতে।।
হও জামাতে শামিল সবাই,
দলের মাঝে ভয় কিছু নাই,
থাকতে সময় হে বিশ্বাসী
কাজ করে যাও সবার সাথে।।
কঠিন কাজের, কঠিন শ্রমের।
এই জেহাদী জিন্দেগানী,
দল ছেড়ে রয় দূরে শুধু
স্বার্থবাদী, লোভী প্রানী।।
একলা রবে শুন্যে গোরে
ডাকবেনা কেউ সে দিন তোরে
বন্ধু তুমি নেমোনা আর
স্বার্থবাদীর ভূমিকাতে।।
-ফররুক আহমেদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স