এখানে আপনাদের জন্য “কিছু কিছু কথা আছে বলা যায় না” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
কিছু কিছু কথা আছে বলা যায় না - ইসলামী সঙ্গীত লিরিক্স
কিছু কিছু কথা
কিছু কিছু কথা আছে বলা যায় না
কিছু কিছু ব্যাথা আছে সওয়া যায় না
কলবের মাঝে যার কালো ছাপ মারা
কে বাঁচাবে তাকে বলো রব তুমি ছাড়া
কখন সে ভাবে না ঐ পথে যাবেনা
যে পথে তোমার খুশি পাওয়া যায় না ।।
কিছু কিছু পথিকের পথ বলে দাও
কিছু কিছু পথিকের সাহস বাড়াও
খোলা তলোয়ার ছিলো ওমরের হাতে
দুশমনি ছিলো তার রাসুলের সাথে
তুমি দিলে তার মনে কিযে ভালোবাসা এনে
এমন নজির আর পাওয়া যায় না ।।
কিছু কিছু কথা আছে বলা যায় না
কিছু কিছু ব্যাথা আছে সওয়া যায় না
কলবের মাঝে যার কালো ছাপ মারা
কে বাঁচাবে তাকে বলো রব তুমি ছাড়া
কখন সে ভাবে না ঐ পথে যাবেনা
যে পথে তোমার খুশি পাওয়া যায় না ।।
কিছু কিছু পথিকের পথ বলে দাও
কিছু কিছু পথিকের সাহস বাড়াও
খোলা তলোয়ার ছিলো ওমরের হাতে
দুশমনি ছিলো তার রাসুলের সাথে
তুমি দিলে তার মনে কিযে ভালোবাসা এনে
এমন নজির আর পাওয়া যায় না ।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স