এখানে আপনাদের জন্য “সৈকতেঃ হারানো দিনগুলি পাবো না ফিরে জানি” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
সৈকতেঃ হারানো দিনগুলি পাবো না ফিরে জানি - ইসলামী সঙ্গীত লিরিক্স
আত্মোপলব্ধিমূলক গান
হারানো দিনগুলি পাবো না ফিরে জানি
মনের জানালা দিয়ে কত স্মৃতির হাতছানি
নীরবতার এক দুখের পাহাড়
হয়েছি আজ আমি
ও....
জীবনেরই মহাস্রোত ধরে
বয়ে চলেছি কত পথ
দেই নি তো ধরা এ আমাকে
মানি নি কোনো মত
পারি নি কভু মণি কুড়াতে
উদাসী হয়ে রয়েছি।
আপন ছিল যতো মুখগুলো
তারা তো দেবে না দেখা
গোধূলি লগ্ন সামনে আমার
হয় তো হব যে একা
আমিও হয়তো নাম লেখাব
বিদায়েরই খাতাতেই \
কথা ও সুর: শাহাদাৎ হোসাইন
হারানো দিনগুলি পাবো না ফিরে জানি
মনের জানালা দিয়ে কত স্মৃতির হাতছানি
নীরবতার এক দুখের পাহাড়
হয়েছি আজ আমি
ও....
জীবনেরই মহাস্রোত ধরে
বয়ে চলেছি কত পথ
দেই নি তো ধরা এ আমাকে
মানি নি কোনো মত
পারি নি কভু মণি কুড়াতে
উদাসী হয়ে রয়েছি।
আপন ছিল যতো মুখগুলো
তারা তো দেবে না দেখা
গোধূলি লগ্ন সামনে আমার
হয় তো হব যে একা
আমিও হয়তো নাম লেখাব
বিদায়েরই খাতাতেই \
কথা ও সুর: শাহাদাৎ হোসাইন
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স