মধ্যবেগ কাকে বলে?- বিস্তারিত

মধ্যবেগ কাকে বলে?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা মধ্যবেগ কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

মধ্যবেগ কাকে বলে?

মধ্যবেগ কাকে বলে?

কোনো একটি গতিশীল বস্তুর প্রথম এবং শেষ বেগের অভিমুখ একই হলে তাদের যোগফলের অর্ধেককে মধ্যবেগ বলে।


পদার্থবিজ্ঞান (Physics) বিষয়ের প্রশ্ন ও উত্তর


প্রশ্ন-১। ত্বরণের একক কি?

উত্তরঃ ত্বরণের একক ms-2।


প্রশ্ন-২। কে সর্বপ্রথম পড়ন্ত বস্তুর ১ম সূত্র প্রমাণ করেন?

উত্তর : নিউটন সর্বপ্রথম পড়ন্ত বস্তুর ১ম সূত্র প্রমাণ করেন।


প্রশ্ন-৩। ঋণাত্মক ত্বরণকে কী বলা হয়?

উত্তর : ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়।


প্রশ্ন-৪। বেগ পরিমাপক যন্ত্রের নাম কি?

উত্তর : ভেলাটোমিটার।

প্রশ্ন-৫। বেগ-সময় লেখের ঢাল কী প্রকাশ করে?

উত্তর : বেগ-সময় লেখের ঢাল ত্বরণ প্রকাশ করে।


প্রশ্ন-৬। প্রাসের গতি কয় মাত্রিক হয়?

উত্তর : প্রাসের গতি দ্বিমাত্রিক হয়।


প্রশ্ন-৭। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও কয়টি সূত্র প্রদান করেন?

উত্তর : তিনটি।


প্রশ্ন-৮। নিক্ষেপণ কোণের সর্বোচ্চ মান কত?

উত্তর : নিক্ষেপণ কোণের সর্বোচ্চ মান 90° হয়।


প্রশ্ন-৯। বিচরণ পথ কাকে বলে?

উত্তর : প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ অর্থাৎ প্রাসের গতিপথকে বিচরণ পথ বলে।


প্রশ্ন-১০। আপেক্ষিক গতি কাকে বলে?

উত্তরঃ একটি বস্তুর সাপেক্ষে অপর বস্তুর গতিকে আপেক্ষিক গতি বলে।


আশা করি মধ্যবেগ কাকে বলে?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন