এসিড বৃষ্টির এসিডিটি কিভাবে শনাক্ত করা যায়?- রসায়ন [Update]

এসিড বৃষ্টির এসিডিটি কিভাবে শনাক্ত করা যায়?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা এসিড বৃষ্টির এসিডিটি কিভাবে শনাক্ত করা যায়? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

এসিড বৃষ্টির এসিডিটি কিভাবে শনাক্ত করা যায়?

এসিড বৃষ্টির এসিডিটি কিভাবে শনাক্ত করা যায়?

 বৃষ্টির পানিকে সংগ্রহ করে এতে নীল লিটমাস পেপার ডুবালে লাল রংয়ে পরিবর্তিত হলে বৃষ্টির পানি এসিডিক। কিন্তু লাল লিটমাস ডুবালে রং এর কোন পরিবর্তন হয় না। 

আবার pH মিটার দ্বারা বৃষ্টির পানির এসিডিটি শনাক্ত করা যায়। এভাবে বৃষ্টির পানির এসিডিটি শনাক্ত করা যায়।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে এসিড বৃষ্টির এসিডিটি কিভাবে শনাক্ত করা যায়? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন