ডেনিয়েল কোষ ও ড্রাইসেলের মধ্যে পার্থক্য কি?- রসায়ন [Update]

ডেনিয়েল কোষ ও ড্রাইসেলের মধ্যে পার্থক্য কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ডেনিয়েল কোষ ও ড্রাইসেলের মধ্যে পার্থক্য কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ডেনিয়েল কোষ ও ড্রাইসেলের মধ্যে পার্থক্য কি?

ডেনিয়েল কোষ ও ড্রাইসেলের মধ্যে পার্থক্য কি?

ডেনিয়েল কোষ ও ড্রাইসেলের মধ্যে পার্থক্য  নিম্নরূপঃ

১. ডেনিয়েল কোষ গঠনে তরল তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য উপস্থিত থাকে।

কিন্তু ড্রাইসেল গঠনে তরল তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য অনুপস্থিত থাকে।

২. ডেনিয়েল কোষে জিংক দন্ড অ্যানোড ও কপার দণ্ড ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়।

ড্রাইসেলে জিংকের পাত অ্যানোড হিসেবে ও MnO₂ এর আবরণযুক্ত কার্বন দন্ডকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়।

৩. ডেনিয়েল কোষে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ZnSO₄ ও CuSO₄ এর দ্রবণ ব্যবহার করা হয়।

ড্রাইসেলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড(NH₄Cl) ও জিংক ক্লোরাইড(ZnCl₂) ব্যবহৃত হয়।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ডেনিয়েল কোষ ও ড্রাইসেলের মধ্যে পার্থক্য কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন