ডারউইনের প্রাকৃতিক নির্বাচন কি?- রসায়ন [Update]

ডারউইনের প্রাকৃতিক নির্বাচন কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ডারউইনের প্রাকৃতিক নির্বাচন কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ডারউইনের প্রাকৃতিক নির্বাচন কি?

ডারউইনের প্রাকৃতিক নির্বাচন কি?

যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল প্রকরণ বা অভিযোজন মূলক প্রকরণ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা ভোগ করে তাকে প্রাকৃতিক নির্বাচন বলে। অনুকরণ প্রকরণ সমন্বিত জীবেরা প্রকৃতি দ্বারা নির্বাচিত হলে বেশি সংখ্যায় বেঁচে থাকে এবং অত্যাধিক হারে বংশবিস্তার করে। 

অপরপক্ষে প্রতিকূল প্রকরণ সম্পূর্ণ জীবেরা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না। ফলে তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়। একে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন বলে।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন