অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কি?- রসায়ন [Update]

অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কি?

অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কি?

বেনজিন বা বেনজিনের সমগোত্রক যৌগসমূহকে অ্যারোমেটিক যৌগ বলে।

এর বৈশিষ্ট্য নিম্নরূপ :

১. অ্যারোমেটিক যৌগে (4n + 2) সংখ্যক সঞ্চারণশীল π- ইলেকট্রন বিদ্যমান থাকে।

২. এদের গঠন সমতলীয় চক্রাকার এবং একান্তর দ্বিবন্ধন বিদ্যমান থাকে।

৩. অ্যারোমেটিক যৌগের অসম্পৃক্ততা বিশেষ ধরনের। অর্থাৎ অ্যালকিনের মত সংযোজন বিক্রিয়া দেয় না।

৪. এদের স্থায়িত্ব বিশেষ ধরনের। অর্থাৎ KMnO₄ দ্বারা জারিত হয় না।

৫. অ্যারোমেটিক যৌগ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া (যেমন : নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন) দেয়।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন