অ্যানালিটিক্যাল পদ্ধতি কাকে বলে? HF কাঁচের ক্ষয় ঘটায় কেন?- বিস্তারিত

অ্যানালিটিক্যাল পদ্ধতি কাকে বলে? HF কাঁচের ক্ষয় ঘটায় কেন?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “অ্যানালিটিক্যাল পদ্ধতি কাকে বলে? HF কাঁচের ক্ষয় ঘটায় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

অ্যানালিটিক্যাল পদ্ধতি কাকে বলে? HF কাঁচের ক্ষয় ঘটায় কেন?

অ্যানালিটিক্যাল পদ্ধতি কাকে বলে? 

জৈব ও অজৈব পদার্থের গুণগত ও পরিমাণগত বিশ্লেষণে বিভিন্ন নমুনা বিভিন্ন পরিমাণে ব্যবহার করে যে পরীক্ষা বা গবেষণা কার্য সম্পন্ন করা হয় তাকে অ্যানালিটিক্যাল পদ্ধতি বলে।

HF কাঁচের ক্ষয় ঘটায় কেন?

HF একটি শক্তিশালী এসিড। এটি কাঁচের সাথে বিক্রিয়া করে কাঁচের ক্ষয় ঘটায়। কাঁচের উপাদান সোডিয়াম সিলিকেটের সাথে বিক্রিয়া করে কাঁচকে ক্ষয়প্রাপ্ত করে। 

HF এসিড কাঁচের উপাদান সোডিয়াম সিলিকেটের (Na₂SiO₃) সাথে বিক্রিয়া করে দ্রবণীয় হাইড্রোফ্লোরো সিলিসিক এসিড (H₂SiF₆) তৈরি করে। ফলে কাঁচ ক্ষয়প্রাপ্ত হয়। বিক্রিয়াটি নিম্নরূপঃ-
Na₂SiO₃+6HF -----> 2NaF + SiF₄ + 3H₂O
SiF₄ + 2HF ----> H₂SiF₆

আশা করি অ্যানালিটিক্যাল পদ্ধতি কাকে বলে? HF কাঁচের ক্ষয় ঘটায় কেন?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন