নগদ একাউন্ট দেখার নিয়ম- বিস্তারিত

নগদ একাউন্ট দেখার নিয়ম:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা নগদ একাউন্ট দেখার নিয়ম বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ একাউন্ট দেখার নিয়ম

অনেক ব্যবহারকারী নগদ একাউন্ট দেখার নিয়ম ভালোভাবে জানেন না। কিন্তু এটি খুবই সহজ। আপনি চাইলে অ্যাপ দিয়ে অথবা আপনার ফোন হতে USSD Code ডায়াল করে নগদের ব্যালেন্স চেক করতে পারেন।

USSD কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম

USSD কোড ডায়াল করে নগদ একাউন্ট চেক করা খুবই সহজ। এজন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। একাউন্ট চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ-১ : প্রথমে *167# ডায়াল করুন।

ধাপ-২ : এরপর My nagad অপশন এর জন্য 7 লিখে Send করুন।
ধাপ-৩ : Balance inquiry এর জন্য 1 লিখে send করুন।
ধাপ-৪ : আপনার নগদ একাউন্টের পিন কোড দিন এবং send করুন।
ধাপ-৫ : স্ক্রিনে আপনার নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।
এছাড়া নগদ অ্যাপের মাধ্যমেও নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন।

আশা করি নগদ একাউন্ট দেখার নিয়মএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন