কমিউনিকেশন সিস্টেম কত প্রকার ও কী কী?- বিস্তারিত

কমিউনিকেশন সিস্টেম কত প্রকার ও কী কী?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা কমিউনিকেশন সিস্টেম কত প্রকার ও কী কী? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

কমিউনিকেশন সিস্টেম কত প্রকার ও কী কী?

কমিউনিকেশন সিস্টেম কত প্রকার ও কী কী?

কমিউনিকেশন সিস্টেম ৪ প্রকার যথাঃ


ক) বায়োলজিক্যাল কমিউনিকেশন (Biological communication)।

খ) গ্রাফিক্যাল কমিউনিকেশন (Graphical communication)।

গ) ওয়েভ কমিউনিকেশন (Wave Communication)।

ঘ) টেলিকমিউনিকেশন (Telecommunication)।


বায়োলজিক্যাল কমিউনিকেশন : সকল ধরনের কমিউনিকেশন যেখানে শরীরের বিভিন্ন অংশ দ্বারা করা হয় তাকে বায়োলজিক্যাল কমিউনিকেশন বলে। যেমনঃ মস্তিস্ক, স্বরযন্ত্র, কান, বাহু, এবং হাত ইত্যাদি।


গ্রাফিক্যাল কমিউনিকেশন  : সকল ধরনের কমিউনিকেশন যেখানে ছবি ও চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে গ্রাফিক্যাল কমিউনিকেশন বলে। যেমনঃ ছবি এনিমেশন ভিডিও ইত্যাদি।


ওয়েভ কমিউনিকেশন : সকল ধরনের কমিউনিকেশন যা মেসেজকে একটি শক্তির উৎস দ্বারা বহন করে প্রকাশ করাকে ওয়েভ কমিউনিকেশন বলে। যেমনঃ বায়ু, পানি, মহাশূন্য ইত্যাদি।


টেলিকমিউনিকেশন (Telecommunication) : দূরবর্তী স্থানে যোগাযোগের পদ্ধতিকে টেলিকমিউনিকেশন বলে। যেমনঃ টেলিফোন, মোবাইল ফোন, টেলিভিশন, রেডিও ইত্যাদি।


আশা করি কমিউনিকেশন সিস্টেম কত প্রকার ও কী কী?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন