ওয়াসা কি? | উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রধান কাজগুলো লিখ- বিস্তারিত

ওয়াসা কি? উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রধান কাজগুলো লিখ:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা ওয়াসা কি? উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রধান কাজগুলো লিখ বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ওয়াসা কি? উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রধান কাজগুলো লিখ

ওয়াসা কি? 

ওয়াসা (Wasa) এর পূর্ণরূপ হচ্ছে- Water and Swearage Authority. পানি সরবরাহ এবং নর্দমা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত একটি আধা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। ১৯৬৩ সালে ওয়াসা প্রতিষ্ঠিত হয়। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের অধীনে কার্যক্রম পরিচালনা করে থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রধান কাজ

(১) নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের স্টাফ-অফিসার হিসেবে কাজ করা ও দায়িত্ব মাফিক চেয়ারম্যানকে সহায়তা করা; 

(২) ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারার অধীনে ইউএনও ক্ষমতা প্রয়োগ এবং উপজেলা ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে সাধারণ বিভিন্ন মামলা গ্রহণ, জামিনের শুনানি ইত্যাদি বিষয় ফয়সালার জন্য কোর্টে বসা; 

(৩) মুন্সেফ ও ম্যাজিস্ট্রেট ব্যতীত উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তার গোপন বার্ষিক প্রতিবেদন প্রস্তুত; 

(৪) প্রাকৃতিক দুর্যোগের পর জরুরি ত্রাণতৎপরতায় অংশগ্রহণ;

(৫) রাজস্ব ও বাজেট প্রশাসন তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ; 

(৬) উপজেলা প্রশাসন বিষয়ে সকল সরকারি নির্দেশাবলির অনুসরণ নিশ্চিতকরণ; 

(৭) উপজেলা পর্যায়ে সকল প্রশিক্ষণ কর্মকান্ডের সমন্বয়; (৮) তার অধীনস্থ কর্মকর্তা/কর্মচারীদের বেতন গ্রহণ ও বণ্টন;

 (৯) অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের কার্যাদি তত্ত্বাবধান এবং (১০) সরকার বা উপজেলা পরিষদ/চেয়ারম্যান কর্তৃক তার উপর ন্যস্ত অন্যান্য দায়িত্ব সম্পাদন।


আশা করি ওয়াসা কি? উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রধান কাজগুলো লিখএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন