সুষম বেগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো- বিস্তারিত

সুষম বেগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা সুষম বেগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

সুষম বেগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো

সুষম বেগ বলতে কী বোঝায়? 

কোন গতিশীল বস্তু একই দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে চলতে থাকলে বস্তুর এ সরণের হারকে সুষম বেগ বলে। সুষম বেগ সম্পন্ন বস্তুর বেগের মান ও দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে এবং বস্তুর উপর বলের লব্ধি শূন্য হয়। v সুষমবেগে গতিশীল একটি বস্তুর t সেকেন্ডে সরণ, s = vt.

উদাহরণ : শব্দের বেগ সুষম বেগের একটি প্রকৃষ্ট প্রাকৃতিক উদাহরণ। শব্দ নির্দিষ্ট দিকে সব সময় সমান সময়ে সমান পথ অতিক্রম করে, আর তা হচ্ছে 0°C তাপমাত্রায় বায়ুতে প্রতি সেকেন্ডে 332 m। শব্দ কোন নির্দিষ্ট দিকে প্রথম সেকেন্ডে 332 m, দ্বিতীয় সেকেন্ডে 332 m এবং এরূপে প্রতি সেকেন্ডে 332 m করে চলতে থাকে। এখানে শব্দের বেগের মান ও দিক একই থাকায় শব্দের বেগ 332 ms-1 হল সুষম বেগ।

আশা করি সুষম বেগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করোএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন