ডিজিটাল ইলেকট্রনিক্স কি? | অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্থক্য কি?- বিস্তারিত

ডিজিটাল ইলেকট্রনিক্স কি? অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্থক্য কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা ডিজিটাল ইলেকট্রনিক্স কি? অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্থক্য কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ডিজিটাল ইলেকট্রনিক্স কি? অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্থক্য কি?

ডিজিটাল ইলেকট্রনিক্স কি? 

ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে ইলেকট্রনিক্স প্রযুক্তি বিদ্যার এমন একটি শাখা যেখানে ডিজিটাল সিগনাল দ্বারা পরিচালিত বিভিন্ন সার্কিট ও যন্ত্রপাতির ডিজাইন, গঠন, কার্যপ্রণালি, ব্যবহার, সুবিধা-অসুবিধা ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে বিশ্লেষণ ও আলোচনা করা হয়।


কম্পিউটার ও মোবাইল ডিজিটাল ইলেক্ট্রনিক্সের একটি জনপ্রিয় উদাহরণ। ডিজিটাল বর্তনী তৈরী হয় লজিক গেট, মাল্টিপ্লেক্সের, ডিকোডার ইত্যাদি দিয়ে।

অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্থক্য কি?

অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্স যথাক্রমে অ্যানালগ ও ডিজিটাল ভোল্টেজ সংকেত ব্যবহার করে। অ্যানালগ অপেক্ষা ডিজিটাল সংকেত ব্যবহারের সুবিধাগুলো হলো- ডিজিটাল সংকেতের বিকৃতি ঘটে না বললেই চলে এবং ডিজিটাল সংকেত সহজেই রূপান্তর করা যায়। 


এ সংকেত ব্যবহারে হিসাব-নিকাশও সহজ, কারণ কম্পিউটার ডিজিটাল সংকেত নিয়ে কাজ করে। অ্যানালগ ইলেকট্রনিক্সের উদাহরণ হলো আগেকার ক্যাথোড টিউবের টেলিভিশন। আর জিডিটাল ইলেকট্রনিক্সের উদাহরণ হলো বর্তমান যুগের এলইডি টেলিভিশন।


আশা করি ডিজিটাল ইলেকট্রনিক্স কি? অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্থক্য কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন