ভার্নিয়ার সমপাতন কি? | পরিমাপের একক বলতে কী বোঝায়?- বিস্তারিত

ভার্নিয়ার সমপাতন কি? পরিমাপের একক বলতে কী বোঝায়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা ভার্নিয়ার সমপাতন কি? পরিমাপের একক বলতে কী বোঝায়? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ভার্নিয়ার সমপাতন কি? পরিমাপের একক বলতে কী বোঝায়?

ভার্নিয়ার সমপাতন কি? 

স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো একটি দৈর্ঘ্য পরিমাপের সময় ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে মিলিত হয় বা খুব কাছাকাছি থাকে, তাকে ভার্নিয়ার সমপাতন বলে।

পরিমাপের একক বলতে কী বোঝায়?

যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোন ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে। যে কোন পরিমাপের জন্য প্রয়োজন একটি স্ট্যান্ডার্ড বা আদর্শের, যার সাথে তুলনা করে পরিমাপ করা হয়। এ নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করে সমগ্র ভৌত রাশিকে পরিমাপ করা যায়, পরিমাপের এ আদর্শই হচ্ছে পরিমাপের একক। উদাহরণ হিসেবে মনে করা যাক যে, কোন লাঠির দৈর্ঘ্য 6 মিটার। এক্ষেত্রে মিটার হল দৈর্ঘ্য পরিমাপের আদর্শ বা স্ট্যান্ডার্ড এবং লাঠির দৈর্ঘ্য হচ্ছে এ স্ট্যান্ডার্ড বা আদর্শের ছয় গুণ। এছাড়াও ভর পরিমাপের একক কিলোগ্রাম এবং সময় পরিমাপের একক সেকেন্ড।


আশা করি ভার্নিয়ার সমপাতন কি? পরিমাপের একক বলতে কী বোঝায়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন