বিকীর্ণ তাপ কাকে বলে? | বিকীর্ণ তাপের বৈশিষ্ট্য- বিস্তারিত

বিকীর্ণ তাপ কাকে বলে? বিকীর্ণ তাপের বৈশিষ্ট্য:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা বিকীর্ণ তাপ কাকে বলে? বিকীর্ণ তাপের বৈশিষ্ট্য বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

বিকীর্ণ তাপ কাকে বলে? বিকীর্ণ তাপের বৈশিষ্ট্য

বিকীর্ণ তাপ কাকে বলে? 

যে প্রক্রিয়ায় তাপ কোনো জড় মাধ্যম ছাড়াই অপেক্ষাকৃত উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে সঞ্চালিত হয় সেই প্রক্রিয়াকে তাপের বিকিরণ বলে। বিকিরণ পদ্ধতিতে যে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে বিকীর্ণ তাপ বলে।

বিকীর্ণ তাপের বৈশিষ্ট্য

বিকীর্ণ তাপের বৈশিষ্ট্য নিম্নরূপ–

১) বিকীর্ণ তাপ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে।

২) আলোক রশ্মির মতো বিকীর্ণ তাপও সরলরেখায় চলে।

৩) আলোর মতো বিকীর্ণ তাপ প্রতিফলন ও প্রতিসরণের সূত্র মেনে চলে।

৪) বিকীর্ণ তাপ আলোর বেগে চলে।

৫) আলোক রশ্মির মতো বিকীর্ণ তাপ শক্তিরও ব্যতিচার, অপবর্তন ও পোলারায়ন হয়।

৬) আলোর মতো বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। অর্থাৎ কোন উৎস থেকে বিকীর্ণ তাপের প্রাবল্য উৎস থেকে বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।


আশা করি বিকীর্ণ তাপ কাকে বলে? বিকীর্ণ তাপের বৈশিষ্ট্যএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন