জৈব যৌগের সমাণুতা কাকে বলে? সমাণুতার শ্রেণীবিভাগ: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “জৈব যৌগের সমাণুতা কাকে বলে? সমাণুতার শ্রেণীবিভাগ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
জৈব যৌগের সমাণুতা কাকে বলে?
যে সব জৈব যৌগের আণবিক সংকেত এক ও অভিন্ন হওয়া সত্ত্বেও এদের গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে এবং অণুস্থিত পরমাণুসমূহের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মে অন্তত দুই একটা পার্থক্য প্রকাশ পায়, সে সব যৌগকে সমাণু এবং যৌগের এ ধরনের ধর্মকে সমাণুতা (Isomerism) বলে। যেমন, ইথানল (C2H5–OH) ও ডাইমিথাইল ইথার (CH3–O–CH3) উভয় যৌগ পরস্পরের সমাণু। উভয় যৌগের একই আণবিক সংকেত হলো C2H6O, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ায় এদের ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য ঘটে।
সমাণুতার শ্রেণীবিভাগ
সমাণুতাকে প্রধানত দু শ্রেণীতে বিভক্ত করা যায়। যেমন:
সমাণুতার শ্রেণীবিভাগ
সমাণুতাকে প্রধানত দু শ্রেণীতে বিভক্ত করা যায়। যেমন:
(ক) গাঠনিক সমাণুতা
(খ) স্টেরিও ত্রিমাত্রিক সমাণুতা।
আশা করি “জৈব যৌগের সমাণুতা কাকে বলে? সমাণুতার শ্রেণীবিভাগ”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"